নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরণের প্রচার বন্ধ রাখতে হবে। সে হিসাবে আজই প্রচারের শেষ দিন। যদিও সময়ের হিসাবে আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রচার কার্যক্রম চালানো যাবে।
ইসি সূত্রে জানা গেছে, এবার প্রায় সাত লাখ কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় লাখের বেশি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন। এরই মধ্যে সেনা ও নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। গাইবান্ধা-৩ আসনটিতে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।