আইনের শাসনে এগিয়েছে বাংলাদেশ

এই আমার দেশ ডেস্ক : অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৯ বলছে, আগের বছরের তুলনায় আইনের শাসন পরিস্থিতির সকল শাখায় উন্নতি হয়েছে বাংলাদেশের। মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত সূচকটির আইনের শাসন অংশের তিনটি শাখা— সম্পত্তির অধিকার, বিচার ব্যবস্থার কার্যকারিতা ও সরকারের সংহতিতে গত বছরের তুলনায় স্কোর বেড়েছে বাংলাদেশের।

সূচকের আইনের শাসন অংশে বলা হয়, সম্পত্তির অধিকার শাখায় বাংলাদেশের স্কোর ৩৬.১, বিচার ব্যবস্থার কার্যকারিতায় ৩৪.৫ এবং সরকারের সংহতিতে ২৪.৪।

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৮ এ আইনের শাসনের উপরোক্ত তিনটি শাখায় বাংলাদেশের প্রাপ্ত স্কোর ছিলো যথাক্রমে ৩২.৪, ৩২.৬ ও ২১.২।

উপরোক্ত তিনটি ছাড়াও শ্রমিকে স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, সরকারি ব্যয় ও বাণিজ্যের স্বাধীনতা অংশে উন্নতির ওপর ভর করে তালিকায় ১২১ তম অবস্থানে উঠেছে এসেছে বাংলাদেশ। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিলো ১২৮তম। সূচকে বাংলাদেশের প্রাপ্ত মোট স্কোর ৫৫.৬।